[email protected] ঢাকা | রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২
thecitybank.com

এবার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী হবে গৌণ, আসল পাহারাদার হবে জনগণ: সালাহউদ্দিন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৫, ১৬:২৬

ছবি: সংগ্রহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য জনগণ এত বেশি উদ্‌গ্রীব ও উম্মুখ হয়ে আছে যে, এবার জাতীয় নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করবে জনগণ। নির্বাচনে অনিয়মের চেষ্টা করা হলে তা রুখতে পাহারাদার হিসেবে কাজ করবে তারা।
 
‘আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় আজ সোমবার অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক যুব ঐক্যের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গুণগত মানসম্মত নির্বাচন পেতে হলে এর সাবজেক্ট বা অবজেক্ট হবে জনগণ, ভোটার, নির্বাচন কমিশন, পলিটিক্যাল পার্টিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমান পুলিশের যে অবস্থা, সবাই সন্দেহ করে তাদের দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হবে কি না। কারণ, পুলিশ বাহিনীর সেই মডেলটা আগের জায়গায় ফিরে আসেনি। কিন্তু পুলিশের সহায়তার জন্য এক লক্ষাধিক সেনাবাহিনী কাজ করবে, তা ইতিমধ্যে সরকার প্রকাশ করেছে, তাদের প্রশিক্ষণ চলছে। 
 
বিএনপির এই নেতা আরও বলেন, এর বাইরে সহযোগী বাহিনী হিসেবে আনসার-ভিডিপিসহ অন্যান্য বাহিনীকে সরকার থেকে প্রশিক্ষণ দিচ্ছে। এবার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী হবে গৌণ, মুখ্য ভূমিকা পালন করবে জনগণ। সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য জনগণ এবার এত বেশি উদ্‌গ্রীব ও উম্মুখ হয়ে আছে যে, তারাই মূল ভূমিকা পালন করবে। এখানে (নির্বাচনে) কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণ বাধা বা পাহারা দেবে।
 
গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে হওয়া নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও গণতান্ত্রিক বিজয়ে জাতীয় নির্বাচন একই সময়ে হওয়ার বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল ঐকমত্যে এসেছে। জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি—জনগণ তার পক্ষে আছে কি না, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত। এ ছাড়া যদি একই ব্যালট বাক্সে, একই পোলিং ও প্রিসাইডিং অফিসারে, একই সময় জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করা যেতে পারে, তাহলে নির্বাচন বিলম্বিত হওয়ার যেকোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড (এড়ানো) করতে পারব।’
 
গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কেউ কেউ আগের জায়গায় ফিরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনের কথা বলছে। আবার যারা পিআর পিআর করে জনগণকে বা দেশকে অস্থিতিশীলের দিকে নিয়ে যায়, এটাই গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ। বিভিন্ন ইস্যু সৃষ্টি, রাস্তায় আন্দোলনে বিভ্রান্ত সৃষ্টি ও বিভিন্ন কায়দা-কানুনের মধ্য দিয়ে যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, এটাই চ্যালেঞ্জ। এগুলো আমাদের পরিহার করা দরকার, তাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীল সরকার পেতে পারি।’
 
ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর