[email protected] ঢাকা | রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২
thecitybank.com

নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই গণতন্ত্রের শত্রু: শামসুজ্জামান দুদু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৫, ২০:৩৩

ছবি: সংগ্রহীত
নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই গণতন্ত্র ও সার্বভৌমত্বের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আজ রবিবার এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 
 
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ তখনই বিপন্ন হবে, যখন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে জনগণ সম্পৃক্ত একটি সরকার অনুপস্থিত থাকবে। মানুষের মধ্য দিয়ে যে সরকার আসবে, সেই সরকারের দায়িত্ববোধ আর অনির্বাচিত অথবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ববোধ এক হয় না।
 
শামসুজ্জামান দুদু আরও বলেন, বাংলাদেশে এমন একটি সরকার ছিল, যারা টানা ১৫ বছর ধরে তথাকথিত নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় ছিল। সেই সরকারই দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি। শেখ হাসিনা তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে জাতির ও বিশ্ববাসীর কাছে গণদুশমন ও গণবিরোধী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এত বড় ফ্যাসিবাদী, গণহত্যাকারী ও লুটপাটকারী শাসন আর কখনো দেখা যায়নি।
 
নেতাকর্মীদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, আমাদেরকে সজাগ থাকতে হবে, আর আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি,  দেশের স্বাধীনতাকে রক্ষা করি ও পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করি। জনগণের ভোটের মাধ্যমে এমন একটি সরকার আসবে, যা হবে জনগণের হৃদয়ের সরকার। কিন্তু বিভিন্ন টালবাহানা, ষড়যন্ত্র বা মতলবী কর্মকাণ্ডের মাধ্যমে যদি সেই নির্বাচিত সরকারকে ঠেকানোর চেষ্টা করা হয়, তবে তা দেশের স্বার্থ ও গণতন্ত্রের পরিপন্থী হবে-এটা সবাইকে মনে রাখতে হবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর