বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠন হবে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে তুরস্কের পররাষ্ট্রসচিব এ. বেরিস আকিঞ্জি
সোমবার (৬ অক্টোবর) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক তুরস্কের পররাষ্ট্রসচিব এ. বেরিস আকিঞ্জির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দুই দেশের সম্পর্ক আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। দুই দেশের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী করার বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘ওআইসিকে আরও শক্তিশালী করতে আলোচনা হয়েছে। তুরস্ক-বাংলাদেশে বন্ধুত্ব আরও বাড়ানোর জন্য সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দুপক্ষের আলোচনা হয়েছে।’
বাংলাদেশে তার্কিশ বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে খসরু বলেন, ‘সম্পর্কের উন্নয়ন আরও বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে। ট্রেড, ইনভেস্টমেন্ট বাড়াতেও আলোচনা হয়েছে। মেডিকেল, টেক্সটাইল, এনার্জি, হেল্থ, ফার্মাসিউটিকালে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে। স্কিল্ড টেকনোলজি নিয়ে বিএনপি তার্কিশ প্রতিনিধিকে বলেছে।’
খসরু বলেন, ‘এছাড়া নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তারাও অপেক্ষায় আছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। নির্বাচন পরবর্তী সরকার ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়ে আগ্রহী তারা। নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠন হবে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে।’
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: