বিদেশিদের ওপর ভর করে নয়, জনগণের ভোটেই ক্ষমতায় যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ডাকসু-জাকসুতে জয় এবং তৃণমূলে জামায়াতের সমর্থন বাড়ায় দলটির প্রতি বহির্বিশ্বের আগ্রহ বেড়েছে।
সোমবার (৬ অক্টোব) বিকেলে বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে বৈঠক করেন বাংলাদেশে সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরষ্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির। বৈঠককালে ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে তুরস্ক প্রসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমির।
এ ছাড়াও দুদেশের ব্যবসা বাণিজ্য, কূটনীতিতে পারস্পরিক সহযোগিতামূলক অবস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: