[email protected] ঢাকা | রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২
thecitybank.com

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় তুরস্ক: আমির খসরু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৫, ১৭:১৩

ছবি: সংগ্রহীত
বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো অপেক্ষায় তুরস্ক। নতুন সরকারের সঙ্গে দেশটি কাজ করতে উদগ্রীব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 
 
সোমবার (৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো অপেক্ষায় তুরস্ক। নতুন সরকারের সঙ্গে দেশটি কাজ করতে উদগ্রীব। ব্যবসা বাণিজ্যে সহযোগিতা, ওআইসিকে শক্তিশালী করাসহ বাংলাদেশে অধিকতর বিনিয়োগ বাড়াতে চায় দেশটি। 
 
এ সময় বাংলাদেশে তুরস্কের জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের বিষয়ে চলমান আলোচনার বিষয় তুলে ধরে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর