[email protected] ঢাকা | রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২
thecitybank.com

তারেক রহমান যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন : হুমায়ুন কবির

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ অক্টোবার ২০২৫, ১৫:৩৫

ছবি: সংগ্রহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
 
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘উনি যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন, দলও জানাবে। তারিখ যখন নির্ধারিত হবে আপনারা জানতে পারবেন।
 
’ 
হুমায়ুন কবির আরো বলেন, ‘তারেক রহমান নেতৃত্বেই যেহেতু বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং তিনি নেতৃত্ব দেবেন। সুতরাং তারা আসা স্বাভাবিক। উনি যখন আসবেন দল থেকে জানানো হবে দিন-তারিখ।’ 
 
সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।
 
হুমায়ুন কবির বলেন, ‘অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক আছে সময়েই নির্বাচন আয়োজনের জন্য। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।’
 
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। কেন তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেটি প্রমাণ হয়ে গেছে।
 
ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর