[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

জামায়াতে ইসলামীর নতুন লোগো নিয়ে যে তথ্য দিলেন গোলাম পরওয়ার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৫, ১৫:৪১

ছবি: সংগ্রহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
 
গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এসময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
 
সেখানে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। দাঁড়িপাল্লার সঙ্গে দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত লোগোটি তৈরি করা হয়েছে। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়।
 
এ বিষয়ে পরওয়ার বলেন,
যে লোগোটা ওখানে সেট করা হয়েছিল, ওটা চূড়ান্ত লোগো নয়। আমাদের লোগো পরিবর্তন হবে। আমাদের নির্বাহী পরিষদে লোগো পরিবর্তন করে নতুন লোগো তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইনারদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। কয়েকটা ডিজাইন তারা আমাদেরকে দেখিয়েছে। কয়েকটা ডিজাইন নিয়ে আমরা একদফা বসেছি। জামায়াতের আমিরও ছিলেন। ছোটখাটো নানা ডিজাইনের ভিন্ন ভিন্ন মত আছে। কিছু এডিটিং হয়ে এটা সংশোধিত হবে আমরা আশা করি।
 
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে যে কযেকটা লোগো নিয়ে আমাদের কাজ চলছে সেদিন তারই একটা ওই হলে যখন কেউ ডেকোরেশন করছিল চট করে সেটা দেখার জন্য ওখানে সেট করে দিয়েছে। এটা আলটিমেটলি আমাদের অফিশিয়াল চূড়ান্ত কোনো লোগো নয়। খুব তাড়াতাড়ি আমরা লোগোটা একটু এডিট করে নতুন রূপে চূড়ান্ত করব এবং আমরা কেন নতুন লোগো তৈরি করলাম তার ব্যাখ্যা গণমাধ্যমকে জানাব।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর