পাহাড়ে চলমান অশান্তি পরিকল্পিত, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এটি জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১ অক্টোবর) সকালে পল্টন কমিউনিটি সেন্টার মণ্ডপে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘উৎসব ও পূজা শেষ না হওয়া পর্যন্ত কঠিন প্রাচীর হয়ে সবাইকে এই আয়োজনকে রক্ষা করতে হবে। যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি, তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।’
নতুন উপনিবেশ তৈরির চক্রান্ত মোকাবিলায় হিন্দু-মুসলিম সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: