[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই: বিবৃতি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৫, ১৮:২১

ছবি: সংগ্রহীত
সম্প্রতি জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ারের একটি বিতর্কিত বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছে জামায়াত ইসলাম। দলটি জানিয়েছে, তারেক মনোয়ারের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত। এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। 
 
মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক একটি বক্তব্যের দায় জামায়াতে ইসলামীর উপর চাপানোর অভিযোগের প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ বিবৃতি দেন। 
 
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “কয়েক দিন পূর্বে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। উক্ত বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব; এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি ইতোমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত। 
 
জামায়াতের প্রচার বিভাগের প্রধান এই নেতা বলেন, জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তাঁরা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাঁদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান  জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।”
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর