বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করার অধিকার কারো নেই। সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা সবার।
সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর জেএম সেন হল পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।এসময় পূজা উদযাপন পরিষদ এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়,এটি আমাদের সংস্কৃতির অংশও। সবাই মিলে শারদীয় দুর্গাপূজার আগামী দিনগুলো উৎসবমুখর পরিবেশে পালন করবো। জাতীয় সংস্কৃতির ধর্ম,কর্ম একসাথে করতে পারি এটাই সবাইকে প্রমাণ করতে হবে।
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, আমরা সংখ্যালঘু শব্দটি মেনে নিতে পারি না। কারণ সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। ভবিষ্যতে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাই মিলে দেশ গড়বো।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: