আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মারধরে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে টেলিফোন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় পৌনে ৭টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নেন বলে জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরকে ফোন করেছেন। এসময় তিনি নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। গণঅধিকার পরিষদ সভাপতির আশু পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
গত ২৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক নুর। নুরের সঙ্গে গেছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এরপর গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন। এতে গুরুতর আহত হন নুরুল হক নুর। লাঠিপেটায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: