আগামী জাতীয় নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময়, নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের কাছে দেয়া সনাতন ধর্মাবলম্বীদের কোনও দাবিই পূরণ করা হয়নি। তাই রাষ্ট্রকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রতি অনুরোধ থাকবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। একইসঙ্গে এনসিপিও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে।
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন অনিরাপদ না হয়।
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারাসহ ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: