নির্বাচন পর্যবেক্ষণে নিরপেক্ষ ভূমিকা পালনের পাশাপাশি ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের কাছে কারিগরি সহায়তা চেয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে ক্ষমতায় গেলে দেশ নিয়ে দলের ভাবনার কথাও ইইউয়ের প্রতিনিধি দলকে জানিয়েছে তারা।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এর আগে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভার মিশনের প্রতিনিধি দল। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থানসহ বেশকিছু বিষয়ে জানতে চায় প্রতিনিধি দল।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ফেব্রুয়ারিতেই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চান তারা। এছাড়া দেশ ও দলের ভেতরে গণতন্ত্রের চর্চার বিষয়ে প্রতিনিধি দলকে জানানো হয়।
এছাড়া প্রবাসীদের ভোটদান বিষয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে সরকার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। সামনের নির্বাচনে তারা ভোট দেয়ার সুযোগ পাবে।
ক্ষমতায় গেলে জামায়াতের দেশ নিয়ে ভাবনার কথাও জানতে চেয়েছে ইইউয়ের প্রতিনিধি দল। উত্তরে জামায়াত আমির জানান, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করবে তার দল। যাতে শিক্ষিত কোনো বেকার না তৈরি হয়, সে হিসেবে সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়া দুর্নীতিমুক্ত সমাজ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা জানান জামায়াত আমির।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: