[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি’র বৈঠক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৫, ২০:২৪

ছবি: সংগ্রহীত
সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে পার্টির কার্যালয়ে এই বৈঠক হয়।
 
বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এনসিপি’র প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
 
বৈঠকে দেশের সার্বিক নির্বাচন পরিস্থিতি, ইইউ’র নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর