[email protected] ঢাকা | বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৫, ১৬:২০

ছবি: সংগ্রহীত
ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়ে চলে সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত।
 
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন- নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ মি. রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।
 
বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
 
জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি, পর্যবেক্ষণ কার্যক্রম এবং নির্বাচনের পরবর্তী ফলো-আপ প্রক্রিয়াসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। 
 
বিএনপি নেতারা প্রতিনিধি দলকে জানান, একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান সুযোগ সৃষ্টি করতে হবে।
 
ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর