[email protected] ঢাকা | বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

জুলাইকে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৫, ২২:৫৭

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। ছবি: সংগ্রহীত

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের আগে এ ঘোষণাপত্রকে সংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে- এমন দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।

জুলাই সনদের আইনভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে জাতির সামনে জুলাই ঘোষণা পত্র অন্তবর্তীকালীন সরকার উপস্থাপন করেছে। এটি একটি ত্রুটিপূর্ণ ঘোষনা পত্র। এই ঘোষনা পত্রকে সংশোধন করতে হবে। রাষ্ট্র ও সংবিধান সংস্কার সবগুলোকে জুলাই ঘোষনাপত্র ও জুলাই সনদের আওতায় নিয়ে এসে সকল রাজনৈতিক দলকে স্বাক্ষর করতে হবে এবং জুলাই ঘোষনা পত্রের সাংবিধানিক ভিত্তি ও আইনী ভিত্তি দেওয়ার মধ্য দিয়ে সেই জুলাই সনদের আলোকেই আগামী দিনের জাতীয় নির্বাচন সম্পাদন করতে হবে। আর আগের পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় তবে সেই নির্বাচন জনআকাঙ্খা পূরনের জন্য কোন ভাবেই যথেষ্ট হতে পারে না। সেই নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকার আবারোও ফ্যাসিস্ট হয়ে উঠবে। এজন্য আমরা দাবি জানিয়েছি পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন দিতে হবে।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে তিনি আরোও বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। এই পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে, ব্যালট বাক্স ও ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা বন্ধ হবে, কালো টাকা ও পেশি শক্তির ব্যাবহার বন্ধ হবে। এছাড়া ছোট ছোট দলগুলো একটি দুইটি, পাঁচটি আসন পাবার সুযোগ পাবে। এতে করে একটি ভারসাম্যপূণ পার্লামেন্ট গঠন হবে। যেখানে অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে এবং সকলে পরামর্শ করে প্রিয় মাতৃভূমিকে উন্নয়নের উচ্চ শিকড়ে নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। কোন একটি বিশেষ দল ফ্যাসিবাদি ও স্বৈরাচারি হয়ে উঠতে পারবে না। কোন একটি বিশেষ রাজনৈতিক দল বড় দল হওয়ার সুবাদে বাংলাদেশকে বা বাংলাদেশের জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চক্রান্ত ও ষড়যন্ত্র করতে পারবে না। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়।

তিনি আরোও বলেন, রাষ্ট্র যদি সংস্কার করা না হয়, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যদি সংস্কার ও মেরামত করা না হয়, সংবিধান সংশোধন করা না হয়, যেনতেন ভাবে যদি আবারোও একটি নির্বাচনের আয়োজন করা হয় তাহলে বাংলাদেশকে ফ্যাসিবাদের প্রভাব থেকে মুক্ত করতে পারবেন না। যেনতেন ভাবে নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা আবারোও ভিন্ন কায়দায় বাংলাদেশকে নতুনভাবে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে এতে কোন সন্দেহ নাই। এজন্য আমরা বারবার বলছি সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত ও সংবিধান সংস্কার করতে হবে। আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যারা জুলাই-আগষ্টের অভ্যুথানে দুই হাজারেরও অধিক মানুষকে হত্যা করেছে, জুলুম নির্যানত, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং গুম ও খুন করেছে তাদের বিচার হতে হবে।

আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবি জানিয়ে তিনি আরোও বলেন, খুনিদের বিচার করতে হবে। খুনিদের দোসর যারা তাদেরও বিচার করতে হবে। এছাড়া শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠার জন্য যারা সব ধরনের সহোযোগিতা করেছে, পাশে থেকেছে, আজকে তারা দূরে দাঁড়িয়ে তামাশা দেখলে হবে না। তাদের কেউও আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমরা বারবার বলে এসেছি। যা এখন জন দাবিতে পরিনিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির অধ্যাপক আবু জার গিফারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। শেষে জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে পৌর পার্ক থেকে বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে এসে শেষ হয়।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর