সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংসদের নিম্ন কক্ষে বা উচ্চ কক্ষে কেউবা উভয়পক্ষে কেউ আবার চাচ্ছেন প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই হোক আগামীর ভোট। যে যার মতো নানারকম যুক্তি তুলছেন। বরাবরের মতই পিআরের বিরোধীতা করে এ পদ্ধতিতে নির্বাচন না করার ব্যাপারে আবারও মত দিয়েছে বিএনপি।
পিআর হলে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে এক আলোচনায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা থাকুক তা চায় না। পিআর মূলত পার্মানেন্ট রেস্টলেস। পিআর হচ্ছে অজনপ্রিয় দলের বেশি সিট পাওয়ার জন্য। দেশে যেন অনৈক্য থাকে, স্থিতিশীলতা না আসে, মেজরেটি পার্টি যেন ক্ষমতায় আসতে না পারে সেই চাওয়া থেকে পিআর চাওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচন দেয়ার এখতিয়ার নাই এবং কোন আইনে নির্বাচন হবে যারা বলছেন তাদের প্রতি প্রশ্ন নির্বাচন কী তাহলে রাজনৈতিক দলের দেয়ার এখতিয়ার আছে?’
‘জরিপে এসেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা বোঝে না, তাহলে ৭০ শতাংশ মানুষ পিআর চায় বলে কীভাবে দাবি তোলা হচ্ছে,’ প্রশ্ন বিএনপির এই নেতার।
তিনি বলেন, ‘তাই বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত না করাই ভালো। পিআর হলে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ব্যক্তি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ভোট দিলাম স্বন্দীপে, এমপি পেলাম মালদ্বীপে, পিআর হলো এই অবস্থা- এটা জনগণের বক্তব্য আমরা নয়।’
কারো অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ, ইললিগ্যাল কোনো আবদার রেখে দেশেকে বিপদে ফেলা যাবে না। সাংবিধানিক ধারা রক্ষা করতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: