[email protected] ঢাকা | বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২
thecitybank.com

কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না: আখতার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৫, ১৭:৩১

ছবি: সংগ্রহীত
নিউইয়র্কে আক্রমণের ঘটনা এক বিন্দুও বিচলিত করবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। অতএব কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না। 
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্ক থেকে একটি ভিডিও বার্তায় আখতার এসব কথা জানান।
 
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী দল। তারা বরাবরই বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি ও জুলাই অভ্যুত্থানের সমর্থকদের ওপর হামলা চালিয়ে এসেছে।
 
আখতার অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের অপরাধীদের বিচার শুরু করলেও এক বছরে খুব কম অগ্রগতি ঘটেছে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে হবে। 
 
আখতার হোসেন বলেন, আজ আমরা নিউইয়র্ক এয়ারপোর্টে নামার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা দিয়ে এগিয়ে আসে। আমাদের যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। আমাদের সবাইকে গালি দেওয়া হয়েছে। এটাই আওয়ামী লীগের প্রকৃত চরিত্র।
 
তিনি যুক্তি দেখান, নিউইয়র্কে ডিম নিক্ষেপ ঘটনাই প্রমাণ করে, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে।
 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর