[email protected] ঢাকা | বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২
thecitybank.com

আমীর খসরু মাহমুদ চৌধুরী

অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐকমত্য হবে না: আমীর খসরু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৫, ১৬:০৮

ছবি: সংগ্রহীত
অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐকমত্য হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অসুস্থ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
 
আমীর খসরু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশে অস্থিরতা তৈরি করতে চায়, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
 
 
তিনি বলেন, অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐকমত্য হবে না। তবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের অবশ্যই জনগণের কাছে যেতে হবে। জনগণের প্রতি আস্থা না থাকলে পরাজিত শক্তির উত্থানের সুযোগ থাকবে। 
 
আমীর খসরু জানান, বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীল অবস্থায় চায়, যেটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ফিরে আসবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর