[email protected] ঢাকা | বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২
thecitybank.com

নুরকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৫, ২০:৪০

ছবি: সংগ্রহীত
গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান ডাকসু নির্বাচনে সদ্য জয়ী ভিপি সাদিক কায়েম।
 
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে ভিপি সাদিক কায়েমসহ নেতারা।
 
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন এস এম ফরহাদ, মুহাম্মদ মহিউদ্দিনসহ অন্য নেতারা। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানান।
 
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান।
 
তিনি বলেন, ‘ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএসসহ নেতাকর্মীরা বিকেলে নুরকে দেখতে হাসপাতালে এসেছেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার সঙ্গে কথা বলেছেন।’
 
এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর