[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২
thecitybank.com

জুলাই সনদে অনৈক্য থাকলেও আইনগত সমাধান সম্ভব: সালাহউদ্দিন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৭:৪৯

ছবি: সংগ্রহীত
জুলাই সনদে কিছু অনৈক্য থাকলেও তা আইনগতভাবে সমাধানযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সমঝোতা দলিল সংবিধানের উপর প্রধান্য পেলে এটি খারাপ নজির স্থাপন করবে। মঙ্গলবার (১৯ আগস্ট) গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 
 
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে। তবে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, তা কিভাবে বাস্তবায়ন করা যায় এটাই মূল বিষয়।
 
তিনি বলেন, ‘বর্তমান সংবিধানের ওপর ভিত্তি করে সরকার গঠিত হয়েছে এবং শপথ গ্রহণের সময় কোনও সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি। যদি সংবিধানে এখনই কোনও লঙ্ঘন না ঘটে, তবে এই বিষয়টি অপ্রাসঙ্গিক।’
 
তিনি আরও বলেন, ‘সংবিধানের মধ্যে থেকেই সমঝোতা দলিল বাস্তবায়নের উপায় খুঁজতে হবে। যদি সমঝোতা দলিল সংবিধানের উপরে প্রধান্য পায়, তা খারাপ নজির সৃষ্টি করবে।’ 
 
জুলাই সনদে অনৈক্য থাকলেও সালাহউদ্দিন বলেন, ‘সবকিছু বসে আইনগতভাবে সমাধান করা সম্ভব। আমি এটি ইতিবাচক হিসেবেই দেখি, তবে এমন কোনও পদক্ষেপ নেয়া যাবে না যাতে ভবিষ্যতে খারাপ নজির স্থাপন হয়।
 
তিনি আরও যোগ করেন, ‘নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অনেক রাজনৈতিক দলই দিয়েছে। যতোই ঐক্যমত হোক, সবকিছু জাতীয় সংসদে বাস্তবায়িত হবে।’
 
মাঠে বক্তৃতা ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি আশা করছে- ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উল্লেখ করেছেন, তাই ভোট নিয়ে কোনও শঙ্কা নেই।’
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর