চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৮ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকার বন্যা কবলিত ৭৫০টি পরিবারের মাঝে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আয়োজনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সার্বিক সহোযোগিতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এই সময় জামায়াতের নেতারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল আপনাদেরকে সালাম জানিয়েছেন। তিনি অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আপনাদেরকে ত্রাণ দিতে আসেনি বরং আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এসেছি। ভাই হিসেবে ভাইয়ের বাড়িতে সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। তাই আপনারা এটিকে হাদিয়া হিসেবে গ্রহণ করুন। তাছাড়া চর আলাতুলি হলো জামায়াতে ইসলামীর পক্ষের লোক। তাই বিগত ৫৪ টি বছর আওয়ামী লীগ ও বিএনপি শাসন করেছে কিন্ত বিপদে-আপদে আপনাদের পাশে কখনোই দাঁড়ায়নি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের ইউসুফ আল গালিবসহ প্রমুখ।
উল্লেখ্য, প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে ছিল: মুড়ি ২ প্যাকেট, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি,, বিস্কুট ৫০০ গ্রাম প্যাকেট ১ টি,ডাল ১ কেজি, আলু ৩ কেজি ও স্যালাইন ১০ পিস।
প্রসঙ্গত, কয়েকদিন আগে নারায়ানপুর ইউনিয়নের ৩৫০ পানিবন্দি পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াতে ইসলামী এবং এতেও সার্বিক সহোযোগিতা করেছিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: