[email protected] ঢাকা | সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২
thecitybank.com

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে থাকতে পারেন যারা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ২১:৩৬

ছবি: সংগ্রহীত
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আগামীকাল (১৮ আগস্ট) নিজেদের প্যানেল ঘোষণা করবে ইসলামী ছাত্রশিবির। 
 
সংগঠন সূত্রে জানা গেছে, প্যানেলে হিন্দু সম্প্রদায়ের একাধিক প্রার্থী ও নারী প্রার্থী অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
 
শিবিরের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানিয়েছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্যানেলে থাকতে পারেন নারী প্রার্থীও। 
 
শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সূত্র জানিয়েছে, প্যানেল এখনো চূড়ান্ত নয়। এটা নিয়ে কাজ চলমান। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা প্যানেল নিয়ে কাজ করছেন। প্যানেলে হিন্দু সম্প্রদায়ের প্রার্থীও থাকতে পারে এমন আলোচনা হয়েছে। 
 
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান এক বিবৃতিতে জানান, ঢাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা আগামীকাল মনোনয়ন ফরম উত্তোলন করবেন। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর