[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২
thecitybank.com

নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৯:২০

ছবি: সংগ্রহীত
নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল 24'কে এ কথা জানিয়েছেন, তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে। 
 
এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার করা হয়, বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডন। শুরু হয় তারেক নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে সতেরোটি বছর।
 
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১/১১ এবং আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। এরপর থেকে অনেকের প্রশ্ন, নতুন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান?
 
ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর আবারও সামনে এসেছে সেই প্রশ্ন। সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চ্যানেল 24 কে জানান, তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
 
স্বামীর সঙ্গে ২০০৮ সালে লন্ডন পাড়ি দেন ডা. জুবাইদা রহমান। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কিনা তা খোলাসা না করলেও জনগণের সঙ্গেই কাজ করবেন বলে জানান হুমায়ুন কবির।
 
আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। আর জয়ী হলে এবারই প্রথম সংসদে পা রাখবেন জিয়া পুত্র তারেক রহমান।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর