[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২
thecitybank.com

নিহতদের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ২০:০০

দোয়া মাহফিলে জামায়াতের নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

ঢাকা উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কমনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতায় দোয়ার আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী।

এছাড়া দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ জেলার শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর