প্রকাশিত:
৩ মে ২০২৫, ২১:৪৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাস নির্বাচন আয়োজনের জন্য সবচেয়ে উপযোগী সময় হতে পারে। তবে ফেব্রুয়ারির মধ্যে ভোট না হলে, নির্বাচন এপ্রিলের পর যেন না গড়ায়—এমন মন্তব্য করেন তিনি।
শনিবার (০৩ মে) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর পর্যায়ের আমিরদের সম্মেলনে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি বলেন, “আমরা মনে করি নির্বাচন আয়োজনের জন্য দুটি সময় বিবেচনা করা যেতে পারে। একটি হলো ফেব্রুয়ারি, রমজানের আগেই। কিন্তু যদি এর মধ্যে সংস্কার ও ন্যায়বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা যায়, তাহলে এপ্রিলের পর নির্বাচন ঠেলাটা অনুচিত হবে।”
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকারের সময় দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কীভাবে এ অর্থ পাচার হলো তা খতিয়ে দেখে একটি শ্বেতপত্র প্রকাশ করা দরকার বলে মত দেন তিনি।
জামায়াতের আমির জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের দেশের আবহাওয়া এবং সামাজিক বাস্তবতা বিবেচনায় রাখতে হবে। ফেব্রুয়ারির শেষাংশ এবং মার্চের বেশির ভাগ সময়জুড়েই রোজা থাকবে, সেই সময় নির্বাচন আয়োজন বাস্তবসম্মত হবে না।”
তবে তিনি এটাও যোগ করেন, “যদি সংস্কার কার্যক্রম দৃশ্যমানভাবে এগিয়ে নেয়া হয় এবং সব পক্ষ কার্যকর সহযোগিতা করে, তাহলে সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
ডেস্ক/আআ
মন্তব্য করুন: