[email protected] ঢাকা | সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২
thecitybank.com

বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল দল বিএনপি: মির্জা ফখরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগ্রহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল ও নিরাপদ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এবং এই দলকেই নিয়ে জনগণ ভবিষ্যতে সরকার গঠন করতে চায়।
 
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, "ফেসবুকে অনেক মিথ্যা তথ্য রয়েছে, ইউটিউবে এমন এমন কথা বলা হয় যে শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এসব বিভ্রান্তিকর তথ্য থেকে সাবধান থাকতে হবে। তবে এই মিটিংগুলোতে মানুষের মুখের দিকে তাকালেই বোঝা যায়—তারা পরিবর্তন চায়, এবং ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করতে চায়।"
 
তিনি বলেন, "বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ দল হলো বিএনপি। মানুষ বিএনপিকে নিয়েই একটি নতুন সরকার দেখতে চায়।"
 
বিএনপি মহাসচিব আরও বলেন, "বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। এতে মানুষ আমাদের ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে, জেলা পর্যায়ের নেতাদের উচিত তাকে শক্ত হাতে দমন করা কিংবা পুলিশের হাতে তুলে দেওয়া।"
 
তিনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "অপকর্ম বন্ধ করুন। না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুঁড়ে ফেলবে।"
 
ডেস্ক/আআ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর