[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ মে ২০২৪, ১৬:০৬

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে ডুবে লামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কাজলা লাইন পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লামিয়া রাজশাহীর কোর্ট এলাকার আরিফুল ইসলামের মেয়ে। তবে সে তার নানার বাড়িতেই থাকতো।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বাড়ির পাশের খেলছিল লামিয়া। পরে কোন একসময় সে পুকুরে পরে যায়। পরে স্থানীয়রা লামিয়াকে পুকুরে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারের লোকজন খবর দেয় এবং উদ্ধার করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তারেকুর রহমান সরকার জানান, পুকুরে ডুবে লামিয়া নামে একজন শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর