[email protected] ঢাকা | মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২
thecitybank.com

নাচোলের পূজা মন্ডপগুলো পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মোঃ মনিরুল ইসলাম, নাচোল উপজেলা প্রতিনিধিঃ

প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৩, ২২:০৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করছেন জেলা প্রশাসক একে এম গালিব খান ও পুলিশ সুপার ছাইদুল ইসলাম।

দক্ষিণ সগুনা পূজা মন্ডপের সভাপতি গিরিশ নাথ সরকারের সভাপতিত্বে শনিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ সগুনা পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার এর উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উড়াও, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা পূজা মন্ডপের সভাপতি শ্রী সুধেন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আশিষ কুমার চক্রবর্তী।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ড মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে উপজেলায় এবছর ১৫টি শারদীয় দুর্গাপূজা মন্ডপ উঠেছে বলে জানিয়েছেন উপজেলা পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর