[email protected] ঢাকা | মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২
thecitybank.com

নাচোলে সুবিধা ভোগীদের সাথে এমপি জিয়াউর রহমানের মতবিনিময়

মোঃ মনিরুল ইসলাম, নাচোল উপজেলা প্রতিনিধিঃ

প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৩, ২১:৩৩

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌরসভা পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের সাথে এমপি জিয়াউর রহমানের মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে নাচোল পৌরসভার আয়োজনে পৌর ঈদগাহ মাঠে ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে পৌরসভার দু’হাজার একশ’ জন বয়স্ক, বিধাব, প্রতিবন্ধী ও স্বামী পরিত্যাক্তা ভাতাভোগীদের নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, প্যানেল মেয়র তারেক রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও ছাত্রলীগ সভাপতি আলসাবা।

এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর