[email protected] ঢাকা | মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২
thecitybank.com

প্রবল বর্ষণে ভোলাহাটে দেবে গেছে রাস্তা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ০৭:১৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রবল বর্ষণে নির্মাণাধীন ব্রিজের সংযোগ রাস্তার অংশটুকু দেবে গেছে।


জানা গেছে, ভোলাহাট থেকে বড়গাছী জিসি (মহানন্দা নদীর তীর) পর্যন্ত রাস্তায় গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জহাটের পাশে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৪০২ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা এলজিইডি।

২০২১ সালের ৩ অক্টোবর ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় এবং চলতি বছরের ২ এপ্রিল নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজ শেষ করতে পারেনি। তবে ব্রিজের দুই মাথায় সংযোগ রাস্তাটুকু মাটি ভরাট করে কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়। নির্মাণ কাজ প্রায় শেষ।


এমন অবস্থায় গত শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হলে পানির তোড়ে সংযোগ রাস্তা কার্পেটিংসহ দেবে যায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখ গেছে।


উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান বলেন, বৃষ্টির পানিতে রাস্তা ভেঙে যাওয়ার কথা শুনেছি। কাজ এখনো চলমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর