[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন


প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২২, ০০:৪২

ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, রাজশাহী বিভাগের পরিচালক সরকারের যুগ্ম সচিব মো. এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। আলোচনা শেষে ফিতা কেটে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধান অতিথি। এতে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন প্রযুক্তির স্টল অংশ নেয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা মিলনায়তনে এ মেলার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর