[email protected] ঢাকা | শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

ডেঙ্গু আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ ডিসেম্বার ২০২৫, ১৫:০২

প্রতীকি ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 
 
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০৪ জনেই স্থির রয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৭৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
 
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং বরিশাল বিভাগে ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০৪ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৯০ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।
 
অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৬৯৩ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ২১ হাজার ১৯১ জন। আর সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৪০৯ জন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর