[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৩

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ অক্টোবার ২০২৫, ২০:০৪

ছবি: সংগ্রহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৫৩ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৫৫৯ জন।

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। বাকি চারজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি), একজন বরিশাল বিভাগের, একজন খুলনা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।

আরও বলা হয়েছে, রোগটিতে ন্তুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে ১৯৭, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২২ জন, খুলনা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে ৮ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৮৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৭৮৩ জন।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর