[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫৯, চারজনের মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৫, ১৮:৫৬

ছবি: সংগ্রহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছেই। গত ৪৮ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫৯ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন চারজন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন।  এছাড়াও আগের দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) কারও প্রাণহানি না ঘটলেও হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯২ জন প্রাণ হারিয়েছেন।
 
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৯ জন, বরিশাল বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ১০১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন।
 
এর আগের দিন শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১৪ জন হাসপাতালে ভর্তি হন। তবে, এদিন কারও মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ছিলো ১৮৮ জন।
 
উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৬ হাজার ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর