[email protected] ঢাকা | বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২
thecitybank.com

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬২২

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বার ২০২৫, ১৮:৪৪

ছবি: সংগ্রহীত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ৬২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়েছে, ঢাকা বিভাগে ১০৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৪ জন এবং রংপুর বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৩১ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রাজশাহী বিভাগে ৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন মারা গেছেন।
 
চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৬১ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৮১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর