[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

বলিউডের শীর্ষ ধনী শাহরুখ খান, জানেন তার সম্পদের পরিমাণ কত?

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ অক্টোবার ২০২৫, ১২:৫৩

ছবি: সংগ্রহীত
উপমহাদেশ তো বটেই, অন্যান্য মহাদেশেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশসম। সম্প্রতি ‘জাওয়ান’ সিনেমার জন্য ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। সিনেমাতে অভিনয় ছাড়াও শাহরুখের নিজেস্ব প্রযোজনা সংস্থা, ব্যবসা এবং বিভিন্ন ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেন। যার উপার্জন দিয়ে বলিউডের সবাইকে টপকে গেছেন শাহরুখ।
 
বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখ খান
বলিউডের জনপ্রিয় এই অভিনেতা ২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন। বুধবার (১ অক্টোবর) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। তালিকায় উল্লেখ করা হয়েছে, শাহরুখ এবার প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে নাম লিখিয়েছেন। তার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি রুপি।  
 
এদিকে শাহরুখের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন তার ছবির নায়িকা এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। তৃতীয় স্থানে হার্টথ্রব চিত্রনায়ক হৃতিক রোশন, যার সম্পদ ২ হাজার ১৬০ কোটি রুপি। চতুর্থ স্থানে করণ জোহর ও পঞ্চম অমিতাভ বচ্চন।
 
চলতি বছরে মাঝামাঝি ‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স’ নামের এক টুইটারে বিশ্বের ধনী অভিনেতাদের তালিকা প্রকাশ করা হয়েছিল। যেখানে সেরা পাঁচে উঠে আসে শাহরুখের নাম। তালিকায় দেখা যায়, বিশ্বের বাঘা বাঘা অভিনেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা। তিনি রয়েছেন চার নম্বরে। 
 
প্রথম তিনে তিনজনই হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের, ডোয়াইন জনসন, টম ক্রুজ। এরপরই বাদশাহ। তার আয় ৮৭৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। দুই বছরে আয় বেড়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। যার পরিমাণ ২০২৩ সালে ছিল ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর