প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫, ১৭:০৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে নাচোল-রেলস্টেশন সড়কে এ মানববন্ধন পালিত হয়।
বক্তারা আরও বলেন, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেই যাচ্ছেন। তার এইসব অনিয়ম চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দ্রুত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারন দাবি করছি এবং একটি নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি। এছাড়া প্রশাসন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে ব্যাবস্থা গ্রহণ করে তাকে অপসারণ না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনার আল্টিমেটাম প্রদান করেন বক্তারা।
এসময় আরও বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র মানিক হোসেন, নূরুল ইসলাম মাস্টার, তোহরুজ্জামান তুষার, জাহিদুর রহমান ও আবু সায়েম।
মানববন্ধন শেষে অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে তাঁর বিএ পাসের সনদ জালসহ ৬ টি সুনির্দিষ্ট অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁপাইনবাবগঞ্জ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর হস্তান্তর করেন।
প্রতিনিধি/আআ
মন্তব্য করুন: