[email protected] ঢাকা | শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

আধিপত্য বিস্তারের জেরে

শিবগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ ডিসেম্বার ২০২৫, ২৩:১৩

বামদিকে নিহত যুবদল কর্মী নয়ন, ডানদিকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন নয়ন। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা বাবুপুর মোড়ে নয়ন (৩২) নামে একজন যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম ওয়াসিম ফিরোজ।

নিহত নয়ন মোড়লপাড়া এলাকার নয়ালাভাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে। নয়নের নামে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকের অনুসারী এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলেও জানা যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নয়ালাভাঙ্গা বাবুপুর মোড়ে একদল ব্যাক্তি নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরনে নয়ন মারা যায়।

এছাড়া ঘটনার পর নয়নের বাড়িতে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা এবং পরে শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।  

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,  প্রতিপক্ষের হামলায় নয়ন নামে একজন ব্যাক্তি মারা গেছেন। আধিপত্য বিস্তার নাকি অন্যকিছুর কারনে হত্যা সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর