সোমবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়ার নারুলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্যসচিব সাকিব খানকে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
গতকাল সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বগুড়ার নারুলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাব্বি হাসান মণ্ডল জানান, ২০২৪ এর জুলাইয়ে ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব বগুড়ার শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছেন। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, শাহবাগ থানা পুলিশের একটি দল সাইবার আইনে সাকিবকে গ্রেপ্তারের পর জেলা পুলিশকে অবহিত করেছে। এর বাইরে জেলা পুলিশের কাছে আর কোনো তথ্য নেই।
শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানান, পুলিশ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে শাহবাগ থানায় সাকিবের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই সাকিবকে আদালতে নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, সাইবার সুরক্ষা আইন বাতিল এবং সাকিবের মুক্তির দাবিতে বিকেলে বগুড়া শহরের সাতমাথায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: