[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা রাখায় দুই ব্যাক্তিকে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৫, ১৮:৩৩

আটককৃত আব্দুস সালাম ও মো: মামুন। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা রাখায় দুই ব্যক্তিকে যথাক্রমে ১০ ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। শনিবার (১৮ অক্টোবর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল এ সাজার রায় ঘোষণা করেন।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেরার ঘুঘুডিমা এলাকার মৃত ফায়েজ উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৩০), ও শিবঞ্জ উপজেলার চণ্ডিপুরের মৃত মাহতাব আলীর ছেলে মো. মামুন (৫৬)।

চৌধুরী ইমরুল হাসান বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই জোড়বাগান থেকে ১৫ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ও ১০ গ্রাম গাঁজাসহ মো, মামুনকে আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালতে বিচারক আব্দুস সালমকে ১০ দিন ও মামুনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে তাদের ২৫ টাকা জরিমানাও করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর