প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৫, ১৪:৪৩
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে ০১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। শুক্রবার (০৩ অক্টোবর) সকাল ০৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্টেশন রোড উদয়ন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মিলকি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো: আরিফ হোসেন (৪৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্টেশন রোড এলাকায় একজন ব্যাক্তি অবৈধভাবে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেই এলাকায় অভিযান পরিচালনা করেন এবং ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো: আরিফ হোসেনকে আটক করেন।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ একজনকে আটক করেছে র্যাবের একটি চৌকস দল। পরে আইনগত ব্যবস্থা গ্রহণরে জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএএ/আআ
মন্তব্য করুন: