[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

রহনপুরে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৫, ০০:৩৩

যৌথবাহিনীর অভিযানে আটক স্বামী-স্ত্রী। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রবসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৮৮ পিস ইয়াবা, ৩৮ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৮৭ হাজার ৯২০ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রহনপুর পৌরসভার কেডিসি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এই অভিযানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ডিএনসির প্রায় ৫০ জন সদস্য অংশগ্রহন করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার আনারপুর এলাকার মো: রবিউল ইসলামের ছেলে মো: বেলাল ও তার স্ত্রী মোসা: উজলেফা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত স্বামী ও স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা আইনশৃঙ্খলা বাহিনীর  তালিকাভুক্ত মাদককারবারি হিসেবে পরিচিত। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

ডিএনসি’র পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

শাহিন আলম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর