[email protected] ঢাকা | সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২
thecitybank.com

যৌথ অভিযান

রাজশাহীতে অস্ত্র-মাদক-বিস্ফোরকসহ গ্রেপ্তার ৩

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৯:১৬

ছবি: সংগ্রহীত
রাজশাহী নগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিসৌধ সংলগ্ন ‘ডক্টর ইংলিশ’ নামক কোচিং সেন্টারে সেনাবাহিনী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 
 
শনিবার (১৬ আগস্ট) বিকেলে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেল ৩টার দিকে এ অভিযান শেষ হয়। 
 
গ্রেপ্তারকৃতরা হলেন- কাদিরগঞ্জ এলাকার মো. শফিউল আলম লাট্টুর ছেলে মোন্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩), একই এলাকার খলিলুর রহমানের ছেলে মো. ফয়সাল (৩৫) এবং দড়ি খরবোনা এলাকার মৃত শামীমের ছেলে মো. রবিন (২৫)। অনিন্দ্য ‘ডক্টর ইংলিশ’ নামের কোচিং সেন্টারের মালিক এবং সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।
 
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ আগস্ট (দিবাগত) রাত থেকে বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জে ১টি বাড়ি ও কোচিং সেন্টার ঘিরে রাখা হয়। পরের দিন শনিবার সকাল ৯টা থেকে অভিযান শুরু হয়। অভিযানকালে মোন্তাসেরুল আলম অনিন্দ্যকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফয়সাল ও রবিনকেও গ্রেপ্তার করা হয়।
 
এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, বিদেশি সাতটি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক যা বোমা বানানোর সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার সেট, নগদ ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি ও বিদেশি মদ, ১১টি নাইট্রোজেন কার্টিজ (নিষ্ক্রিয়কৃত)।
 
এছাড়া অভিযান পরবর্তীতে নাইট্রোজেন কার্টিজগুলো আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর