[email protected] ঢাকা | সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩২টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

উপজেলা সংবাদদাতা

প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:৫৮

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৫টা ৩৫ মিনিটে মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সি.রা/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর