[email protected] ঢাকা | মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী তোদু গ্রেফতার

মোঃ আসাদুল্লাহ সনি, নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ জুন ২০২৩, ১৯:০৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (২৩ জুন) রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়নের এক চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত, মোঃ লুৎফর রহমান তোদু (৫৫) চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারের মোঃ আশরাউল ইসলামের ছেলে।

অভিযানটি পরিচালনা করে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে রাজশাহীর একটি অপারেশন দল।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পূর্বে মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ে র‍্যাব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর