আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আজ বা আগামীকালের মধ্যেই গেজেট আকারে প্রকাশ হচ্ছে গণভোট অধ্যাদেশ। এবারের নির্বাচনে থাকবে দুটি আলাদা রঙের ব্যালট পেপার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান ।
এর আগে, সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়।
ব্রিফিংয়ে আসিফ নজরুল জানান, এবারের নির্বাচনে থাকবে দুটি আলাদা রঙের ব্যালট পেপার। জাতীয় নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট পেপার এবং গণভোটের জন্য থাকবে রঙিন ব্যালট পেপার। ভোটগ্রহণের পর একই সময়ে গণনা হবে দুই ভোটের ফলাফল।
গণভোট নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে ব্যাপক হারে প্রচারণা চালানো শুরু হবে বলেও জানান আসিফ নজরুল।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: