[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২
thecitybank.com

সংলাপের প্রথম দিনে ১২ দলের সঙ্গে বসবে ইসি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৫, ২১:৩৯

ছবি: সংগ্রহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রথম দিন ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সংস্থাটি।
 
মঙ্গলবার (১১ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ জানান।
 
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  সংলাপ শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছয়টি দল এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি দলসহ মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
 
সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপ করবে ইসি।
 
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের সঙ্গে সংলাপ করবে ইসি।
 
নির্বাচন কমিশন এর আগে অংশীজন—নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যম ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে আলোচনা করেছে। এখন শেষ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন, যেখানে আলোচনার মূল বিষয় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ।
 
ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ভোটকেন্দ্র প্রস্তুতি, আইনশৃঙ্খলা মূল্যায়ন ও লজিস্টিক পরিকল্পনার কাজ শেষ করেছে কমিশন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর