প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৫, ১৭:৩৯
পর্যাপ্ত সার বরাদ্দ দাবী করে নতুন নীতিমালা প্রত্যাখান করে ৫ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যারয়ের সামনে জেলার সার ডিলারদের সংগঠনের ব্যানারে ঘন্টা ব্যপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সার ডিলারদের দোষারোপ না করে পর্যাপ্ত সার বরাদ্দ দিয়ে নতুন নীতিমালা বাতিল করে ৫ দফা দাবী তুলে ধরে এতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি মো: আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি কাজি সেতাউর রহমান, নাচোল উপজেলার সার ডিলার সেরাজুল ট্রের্ডাসের স্বতাধিকার নাজমুল হক সহ অন্যান্যরা।
সার সিন্ডিকেটের বিষয়টি প্রত্যাখান করে তারা দাবী করেন তাদের ও খুচরা ডিলারদের ব্যবস্থাপনায় কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে নীতিমালা পরিবর্তনের কারনে খুচলা ডিলার প্রথা বাতিল করা হলে এবং পর্যাপ্ত সার বরাদ্দ না দেয়া হলে কৃষি আরও ক্ষতিগ্রস্থ হবে। এ সময় বক্তারা জেলার সার বরাদ্দের তথ্য তুলে ধরেন এবং ৫ দফা দাবী দেন।
শেষে মংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভাগকে স্বারকলিপি প্রদান করা হয়
আ.স/ই.ই
মন্তব্য করুন: