[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

রবিবার জুলাই সনদে স্বাক্ষর করবে আরো একটি দল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৫, ২০:৪৩

ছবি: সংগ্রহীত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে সনদে স্বাক্ষর করেন তারা।

তবে অনুষ্ঠানে যোগ দিলেও সনদে স্বাক্ষর করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। আগামীকাল রবিবার দলটি এ সনদে স্বাক্ষর করবে।

শনিবার (১৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রবিবার দুপুর সাড়ে ১২টায় জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করবে গণফোরাম। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ সনদে স্বাক্ষর করবে দলটি।

এর আগে শুক্রবার গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘সংবিধানের একটি বিষয় নিয়ে আমাদের একটি পর্যবেক্ষণ রয়েছে।

আপত্তির মুখে ঐকমত্য কমিশন সংশোধনী করেছেন বলে আমাদের বলা হয়েছে। বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করব।’

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর